১৮ জানুয়ারী ২০২৬ - ০৫:৩৩
চীন: আমেরিকা যুদ্ধ করতে আসক্ত

চীনের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ বিষয়ে আমেরিকার রাজনীতি সম্পর্কে আপত্তি প্রকাশ করে বলে: এই দেশের বেশিরভাগ সময়ই ‍যুদ্ধ পরিকল্পনায় অতিবাহিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দুনগ জুন, চীনের প্রতিরক্ষামন্ত্রী আমেরিকাকে যুদ্ধাসক্ত দেশ বলে আখ্যায়িত করে বলে: মার্কিন যুক্তরাষ্ট্রর ২৪০ সালের ইতিহাসে মাত্র ১৬ বছরে কোনরূপ যুদ্ধ ঘটেনি, এছাড়া সর্বসময় ‍যুদ্ধে জড়িত ছিল।




তিনি আরোও বলেন: সারা বিশ্বে আমেরিকা  ৮০ টি দেশে ৮০০ সামরিক ঘাঁটি নির্মান করেছে। যেখানেই আমেরিকার সামরিক সরঞ্জাম প্রবেশ করেছে, সেখানকার বাসিন্দাদের জন্য দুঃখ-কষ্ট ও সমস্যা সৃষ্টি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে প্রবেশের পর থেকে, কয়েকটি যুদ্ধ বিশেষত ইসরায়েলের সাথে যুক্ত হয়ে ইরানের ভূমিতে সামরিক আগ্রাসন করেছে। এছাড়া ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন ও রাষ্ট্রপতিকে অপহরণ করাও তার কর্মকান্ডে নিবন্ধিত করেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha